* kajrkaj.com ওয়েবসাইটের ফ্রিল্যান্স কম্পিউটার টাইপিস্টদের জন্য প্রযোজ্য শর্তাবলী: *
১. kajrkaj.com ওয়েবসাইটে প্রতিটি কারেক্টার (Character) বা বর্ণ টাইপ করার জন্য একজন টাইপিস্ট প্রতিটি টোকেনের পাশে দেখানো হার অনুযায়ী পেমেন্ট পাবেন (১০০% সঠিকভাবে প্রতি পৃষ্টা টাইপ করার জন্য ৩০ টাকার বেশি পাওয়া যেতে পারে)।
২. টোকেন সংগ্রহ করার পর অবশ্যই টোকেনের পাশে দেখানো সময়-সীমার মধ্যে টাইপ সম্পন্ন করে সাবমিট করতে হবে। অন্যথায়, সংগৃহীত টোকেনটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। প্রচলিত ব্যবস্থায় একটি টোকেন টাইপ করার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়, তার চেয়ে অনেক বেশি সময় একটি টোকেন টাইপ করার জন্য প্রদান করা হয়।
৩. টোকেন সংগ্রহ করার সময় প্রদর্শিত টাইপিং টাইপ (Typing Type:), যেমন- বিজয় হলে বিজয়, ইউনিকোড হলে ইউনিকোড এবং ইংরেজি হলে ইংরেজি, অনুযায়ী টাইপ করে টোকেন সাবমিট করতে হবে। অন্যথায়, পুরো কাজটি বাতিল বলে গণ্য হবে এবং এভাবে চলতে থাকলে টাইপিস্টকে ব্লক করে দেয়া হবে।
৪. টাইপ সম্পন্ন করার পর অবশ্যই গভীর মনোযোগ দিয়ে টেক্সটগুলো রিভিউ করে নিশ্চিত করতে হবে যে, এতে শতভাগ (১০০%) সঠিকতা (Accuracy) বজায় রাখা হয়েছে অর্থাৎ মুল পিডিএফ ফাইল এর অনুরূপ হুবহু টাইপ করা হয়েছে। কারণ, টাইপ সম্পন্ন করে সাবমিট করার পর টাইপকৃত ডকুমেন্ট এর মধ্যে যদি কোন টাইপিং ভুল পাওয়া যায়, তাহলে নিম্নোক্ত হারে পেনাল্টি আরোপ করা হবে:
৫. টোকেন সাবমিট করার পনের (১৫) দিনের মধ্যে রিভিউ সম্পন্ন করা হবে।
৬. প্রতি ইংরেজি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের টাইপের টাকা পরিশোধ করা হবে।
৭. যদি পনের (১৫) দিনের মধ্যে রিভিউ সম্পন্ন করা না যায়, তাহলেও টাইপিস্টকে সেই কাজের পেমেন্ট পরিশোধ করা হবে। এ অবস্থায় রিভিউ সম্পন্ন করার পর যদি টাইপিং জনিত ভুলের জন্য পেনাল্টি প্রযোজ্য হয়, তাহলে পরবর্তী মাসের টাকা থেকে তা সমন্বয় করা হবে।
* kajrkaj.com ওয়েবসাইটের রিভিউয়ার ফ্রিল্যান্স এর জন্য প্রযোজ্য শর্তাবলী: *
১. kajrkaj.com ওয়েবসাইটে প্রতিটি কারেক্টার (Character) বা বর্ণ টাইপ করার জন্য একজন রিভিউয়ার প্রতিটি টোকেনের পাশে দেখানো হার অনুযায়ী (০.০০৪ টাকা/ক্যারেক্টার) পেমেন্ট পাবেন ।
২. টোকেন সংগ্রহ করার পর অবশ্যই টোকেনের পাশে দেখানো সময়-সীমার মধ্যে রিভিউ সম্পন্ন করে সাবমিট করতে হবে। অন্যথায়, সংগৃহীত টোকেনটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। প্রচলিত ব্যবস্থায় একটি টোকেন রিভিউ করার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়, তার চেয়ে অনেক বেশি সময় একটি টোকেন রিভিউ করার জন্য প্রদান করা হয়।
৩. রিভিউ সম্পন্ন করার পর অবশ্যই গভীর মনোযোগ দিয়ে টাইপ টেক্সটগুলো রিভিউ করে নিশ্চিত করতে হবে যে, এতে শতভাগ (১০০%) সঠিকতা (Accuracy) বজায় রাখা হয়েছে অর্থাৎ মুল পিডিএফ (PDF) ফাইল এর অনুরূপ হুবহু রিভিউ করা হয়েছে। কারণ, রিভিউ সম্পন্ন করে সাবমিট করার পর রিভিউ কৃত ডকুমেন্ট এর মধ্যে যদি কোন ভুল পাওয়া যায়, তাহলে নিম্নোক্ত হারে পেনাল্টি আরোপ করা হবে:
৪. প্রতি ইংরেজি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের টাইপের টাকা পরিশোধ করা হবে।